বন ভোজনের ছলে সেদিন যা বলে গেলে
আসতে হবে মনেরেখো সকল কাজ ফেলে।
ফেলতে পারি এ অনুরোধ তা কেমনে হয়
তোমার মনে তবু ছিল আশংকা আর ভয়।
হার মানা হার মানতে রাজী কে আছে ধরায়
তথাপি নাও আটকে কখন জলমগ্ন চরায়।
খেলাচ্ছলে আসল নিয়ে ব্যবসায় দিলে মন
বনভোজনে সেদিন কি তার ছিল প্রয়োজন?
আবেগ-উচ্ছ্বাস-বিকলাঙ্গ তনু পরিহার
কে জানিত অর্পিত হবে সৃষ্টির দায়ভার।
নিয়তি্র কাছে সমর্পন শেষে অনিচ্ছায়
অস্বীকার করলেও তবু কিছু দোষ বর্তায়।
দূর-ব্যবধান দূ্রেও পোড়ে মাটির দেহ
তুমি আমি জানি, নাজানুক অন্য কেহ।