কত তোমার চাইরে বলো
কত তোমার চাই
কেউ কিছু কি যাইরে নিয়ে
যখন চলে যাই।
তবু মানুষ করে দেখি
দুনিয়ায় খাই খাই।


পাওয়ার বেলা পাল্লা ভারী
দেওয়ার বেলা  আহাজারী
পাহাড় সমান সম্পদ গড়ি
তবু বলি নাই।
কেউ কিছু কি যাইরে নিয়ে
যখন চলে যাই।
তবু মানুষ করে দেখি
দুনিয়ায় খাই খাই।


যার যা আছে তাই যে রবে
এই গ্যারান্টি কে দেবে
জীবন নামের অমূ্ল্য ধন
ক’দিন টিকে এই ভবে।
অন্ধকার আর বিভীষিকা
চোখ মুজিলে দেখতে পাই।
তবু মানুষ করে দেখি
দুনিয়ায় খাই খাই।