বৃষ্টিতে ব্যাঙ লাফায় কেন
পুটি পিন্দে শাড়ি
শিঙ মাগুরে যেমন তেমন
টেংরা মুখে দাঁড়ি।


আকাশ ফাটা মেঘের ডাকে
বোয়াল পাগলপারা
ঢেউ তুলে যায় নেচে নেচে
নদীর স্রোতধারা।


ঝড়-তুফানে গাছ-গাছালি
সুরে সুরে দোলে
কিসের ভয়ে অবুঝ শিশু
কাঁপে মায়ের কোলে।


এদিক-ওদিক হলে লোকের
প্রেম হয়ে যায় নাব্য
কেউ দেখেনা প্রকৃতি রোজ
লিখছে সরল কাব্য।