জমছেনা যে ঈদের বাজার
বলছে শুনি ব্যবসায়ী
জামা কাপড় করতে খরিদ
হচ্ছে মানুষ পরযায়ী।


দেশ ছেড়ে কেউ যাচ্ছে চলে
পাশের বাড়ি কলকাতা
কম দামে আর খাঁটি জিনিস
পাঞ্জাবি সার্ট ফুলহাতা।


ভাবছে কেহ এক সুযোগে
দেখে এলাম ভারতটা
কেনা কাটা ও কিছু নয়
সবখানেই গড়পড়তা।


বাজার ঘুরে দেখতে গিয়ে
হারিয়ে গেলাম ভীড়ে
আগুন দামে যায়না কেনা
মাথায় বাজে খই ছিড়ে।