দ্রুত বদলায় দৃশ্যপট
তবু অবিরত বদলায়না অভিনয় মঞ্চ
কাক পক্ষীর কা, হুতোম পেঁচার হুঁম
শেয়ালের ক্যাঁয়া হুয়া ডাক
অস্থির পাখির ডানায় বাড়ে তৎপরতা
তথাপি সহিষ্ণুতা বাড়ে গড়পরতা।


সব ঐতিহাসিক ঘটনা ইতিহাস হয়না
কেউ কেউ যায় আস্তাকুঁড়ে
তবুও খাতায় লিখে রাখে আদ্যোপান্ত ইশ্বরের অতন্দ্রপ্রহরী
মানুষের আয়ূ, কাঁকড়ার লীলাখেলা
সরীসৃপের গতিবিধি
স্তন্যপায়ীর মৃত জীবন
সদ্য ভূমিষ্ট শিশুর অবিরাম ক্রন্দন।


বক্রপথে গতি বেশি না সরলপথে
জানেনা অঙ্কুরোদগম বীজের খোলস
নাসারন্দ্রের বায়ূ চক্রাবর্তে
স্থিতিহীন পলায়নপর
মানুষ সততই স্বার্থপর।