চিঠির উত্তর,কবিতায় মন্তব্য
কিংবা মোবাইল ফোনের পরিচিত রিং টোন
আজকাল আর পাওয়া হয়না, মন্তব্যের ঘরে পড়েনা।
অপেক্ষার ক্ষণগুলোও পথ হারিয়ে
অরণ্যে অদৃশ্য হয়েছে সেই কবে
ঘুমের ঘোরে ওপাশ ফিরে কানে আসেনা আগের
পরিচিত গন্ধ,নাক ডাকার শব্দ-
জঙ্গী আতঙ্কে পরিবেশ যেমন হয়ে যায় স্তব্দ।
ঋতুর পরিক্রমায় ঘুরেফিরে সবই আসে
আসে বসন্ত বিদায়ে গ্রীষ্মের চিঠি
ঝড়-ঝাপটার টেলিগ্রাম,ছেঁড়া পাতার উড়ে চলা
কখনো বর্জধ্বনি শেষে শিলাবৃষ্টি
শংকায় দুরুদুরু বক্ষ
সাহসিকতার পতাকা উড়িয়ে বাতাসে তবুও ভাসে
আম-কাঁঠালের গন্ধ।
চারপাশ বদলায়, প্রকৃতি বদলায়
পাখ-পাখালিও করে রূপ বদলের রাজষিক আয়োজন
সবই আসে। শুধু আসেনা-
চিঠির উত্তর, কবিতায় মন্তব্য
মোবাইল ফোনের পরিচিত রিংটোন
এক সময় সত্যিই ঠেকে অহেতুক নিষ্প্রয়োজন।