কার তরীতে কে যে মাঝি
কে যে বৈঠা টানে
কোন সাগরে বাইছে তরী
যার তরী সে জানে।


কি বুঝে তুই,ও নাইওরি
কি খেয়ালে বসলি চড়ি্
বুঝবেনা সে মনের ব্যথা
চাইবেনা তোর পানে।
কোন সাগরে বাইছে তরী
যার তরী সে জানে।


খেলছে যেজন এমন খেলা
বানাই তোরে রঙের ভেলা
কে বুঝে তার লীলাখেলা
কে বুঝে এর মানে।
কোন সাগরে বাইছে তরী
যার তরী সে জানে।

মিছে ভাবিস দেহ তরী
ষোল আনা স্বত্ব তোরই
বালুচর কয় মালিকানা
নেই তার অভিধানে।
কোন সাগরে বাইছে তরী
যার তরী সে জানে।