কেউ বলেনা
অর্ধেক খালি গ্লাস
মানুষের চিন্তায় মননে চর্মচোখে যা দেখে
অর্ধেক গ্লাস পানি
শুন্যের আবার পরিমাপ কেন?
কিন্তু জীবনে শূন্যের গুরুত্ব যে ঢের বেশী
সে কম লোকেই বুঝে। যেমন- তুমি।
সত্য আর বাস্তবতা যাচাই করা বড্ড কঠিন
তুল্যাংশ নিরূপণ করা সাধ্যের অতীত
সবাই তাই বলে
আমিও তাই বলি। তবু-
শূন্যকে মাগি, শুণ্যকে ঘিরে থাকতে চাই
তাই- অন্ধকারে শূন্য খুঁজি
শূন্য না হলে পূর্ণ হবে কি করে?
অতএব, আমাকে যত পার,
শূন্যই দিয়ে যাও।