জীবনের স্বাদ, না থাক
শত দুঃখে কেবল হাসি
কি পড়েছে দায়
কে আমাকে আটকায়
মিছে মায়া,ঘানি টেনে হতবাক।


খুঁজে দেখি নানা পথ
কোন পথে চালাবো রথ
আমি কে হে
বড় ভাবছি যে
কর্মের দায়ে সালিশ, এ'কি বিপদ।


জন্ম দিলে নিজ গুনে
হিসাব করছো নানা ক্ষনে
এ কেমন বিচার
বুঝিনা কোন আচার
ভুলে থাকবো,তুমিই রেখো মনে।