আজ কেবল উত্তরের জানালাটা খোলা ছিলো
খোলা রেখছিলাম সিংহদ্বারও
খিল ছিলো শুধু অন্দর মহলের দরজায়।
আপসোস কেউ কড়া নাড়ে'নি-


বিকালবেলা একা একা ঘুরলাম-
রাস্তা-ঘাট,হাঠ-বাজার,দেবালয়,
কত শত নারী-
প্রেমিকা তো কেউ হলো না?
হয়তো ভিখারির প্রেমিকা হয়'না।
প্রেমিকা ত দেখি না?


হৃদয়  মূল্যবান হলেও কেউ উপহার লয়'না, চায় না।