কথা রেখেছিলে ডেকেছিলে চৈত্রের কোন এক দুপুরে
জানতে ছেয়েছিলে দহন হৃদয়কথা
সেদিন বাতাসে ছিল মৃত্তিকা পোঁড়া ঘ্রাণ
সেদিন তোমার ছায়ায় নিজেরে সফেছিলাম
অণুরাগে শুণেছিলাম সমর্পণের সুর
খুলে দিয়েছিলাম মনের সিংহদ্বার
বালির অশ্রু যায় কি দেখা
যায় কি শোনা নদীর কান্না
আধাঁরে ঝরে ফুলের  জীবন কথা
প্রদীপের প্রাণ জ্বলা সুভাস পাওয়া
সে দিন সংস্পর্শে পেলাম কাঁদা মাটির ঘ্রাণ
বাল্য কৈশরের স্মৃতি হল মন্তন
পুতুলের বিয়ের,বালিঘর নির্মানের কথা
যুবকের কথা উঠলোনা
বলা হলোনা যুবকের প্রণয় কথা
যুবক আবারো ফিরে গেল মুছে দিয়ে আপন পদচিহ্ন
হয়তো আবারও কথা হবে পুণঃআগমনে ॥
#বালির_অশ্রু