কিচ মিচ করে ঢাকে
বুলবুলিরই ছানা,
তাদের মায়ে তাদের জন্য
আনতে গেছে খানা।

মায়ে যখন খানা নিয়ে
আসলো তাদের ধারে,
কিচ মিচ করে তারা মন ফুলিয়ে বলে
মা আমাকে দাও খানা।

☞আমার লেখা প্রথম ছড়া না কবিতা তা নিজেও জানি না 😁😁
➤২০১৭