তোমাকে খুঁজছি, দিন রাত্রি এক করে চোখের সীমানায়-
খুঁজতে যেমন- তোমার নাম লুকিয়ে , আমার কবিতার  খাতায়।


মনে পরে- কেমন অস্থির হয়ে বলতে;
আমি যেন ঝড় হয়ে আছড়ে পড়ি,
তোমার বোতাম খোলা বুকের খাঁচায়  ।
হাতড়ে বেড়াতে আমাকে, গোটা পৃথিবী তোলপাড় করে-টুকি বলে লুকিয়ে যেতাম, তোমার চোখের পাতায়।


সময়ের নদী কাল বৈশাখীর মত উথাল পাতাল করে-    আমাদের বড় করে; সময়,খড়কুটোর মত নেয় উড়িয়ে !


এখন তোমার, আমার কাঁধে অনেক বোঝা ভারী ;
তবুও - মনের কথা যখন, কান পেতে শুনি-
তোমায় খোঁজ করে, আমার মনের স্পন্দন গতি।


মেঘে ঢেকেছে আকাশ - আমার সূর্য আবেগে ভেজা, অশরীরী!
হয়তো ভয়শূন্যতায় দেখবো-একবার যদি সরিয়ে নিতে পারি-
সেই হারিয়ে যাওয়া- মাঠের চারপাশে ফড়িং ধরার স্মৃতি-
ঐ আমের বাগান, মাঝির গান; তোমার, আমার- প্রান !


একে একে আসবে চোখের পাশে -
দেখবো একবার, ঐ মুহূর্তকে ছুঁয়ে।  
হারিয়ে গেছে নিমিষে; বাস্তবের বিষে!


চিৎকার ক’রে ডাকছে সময় ,
ঘরে বন্ধ  থাকা দায় -
বলে- চল, অজানার সীমানায়!
ভালোবাসার অঙ্গীকার, কান পাতলে-
  রেলগাড়ির ধাতুর পাত, শোনায়!


এসো, যাই - মন পাড়ায়-
সব কিছুর শেষের  ঠিকানায় !
আঁকড়ে মন, খোলা আকাশ-
দুজনের শব্দছকে  মিশে যায়।
===========================