শুরু আর শেষের মাঝামাঝি,  বয়ে গেছে শহর ভাসিয়ে  নদী-
ফুরিয়ে যাবে কি করে- ভরেছে হাসিকান্না ; যা দিয়েছে শতাব্দী।
নিষ্ফল চেষ্টা, ভুলতে চাওয়া-
শত বছর আগে শুরু হয়েছে - সময়ের হাত ধরে বয়ে যাওয়া।


বলো যদি, বলতে পারো- এর নাম বেঁচে থাকা-  
বানিয়ে ছবি- সাদা কালো রঙে আঁকা।
শূন্যের কাছাকাছি চলে ; শেষ সন্ধ্যার অপেক্ষা-
নিরলস চেষ্টা- যবনিকা পড়বে কবে ভাবা ; ভাগ্যের পরিহাস, উপেক্ষা !


আশা  ভরা- ভাসমান আবেগ ধরে রাখতে লেখা,
না বলা, প্রচুর হারিয়ে ভুলে থাকার  মুচলেকা-
কথার ভাঁজে, ভাঁজে দূর নক্ষত্রের চোখের জল মুছে ফেলা,
তোমার আমার এই তো- আলো আঁধারের পথ ধরে চলা।