চিহ্নটা
পায়ের বড় সিংহের মত, গর্জনে বলে-
আছি, ছিলাম, থাকবো; মাটি, জল, জঙ্গলের কোলে।


না
একদম ভূল তা নয় - শেষের মুখে;
অশরীরী চিহ্ন বেঁচে থাকে, সদর্পে সাগরের বুকে।


ঢেউটা,
কঠিন চেনা- কোনটা আপন বা পর ;
কোনটা শেষ করবে , কোনটা বা গড়বে চর।


ঘাটে,
শেষ বেচাকেনা, শেষের অনাগোনা-
শুরু হিসাব - কত ছিল লেনা কত দেনা।


কাঁটা
উঠবে বেড়ার ধারে, চিহ্নগুলো সবুজ হবে;
অশ্বত্থ ছাড়া, সব কিছুতেই শেষে শ্যাওলা জমবে।


তখন
পায়ের চিহ্ন মনে গাঁথবে, নাইবা দেখলে-
তারারাদের ভীড়ে আকাশে, সব হারিয়ে যাবে নীলে!


তখন
নতুন অস্ফুট আবেগ, নতুন নামে ডাকবে-
চিহ্নকে পথ সেদিন, চিরতরে চোখে হারাবে...
================================