একটু হাসি চোখের কোণে,
          ব্যথা ঢাকা মনের বনে।
বাঁশি বাজায় যখন তখন,
        কালের নাচে কাঁপে আসন।


ঝড় পরাস্ত সময়ের মারে-
          অন্ধকারের জন্ম ঘোলাট ভোরে,
পুঞ্জীভূত মেঘ আকাশ ঘিরে-
        অন্ত স্বপ্ন, দুর্ভেদ্য কারাগারে!


বাদল রাত ইতিহাস রচে-
          আত্মহুতি আলোর খোঁজে!
যোগমায়া আজ প্রতি কিশোরী;
  প্রশ্ন ছুঁড়ে- পরী না ছুরি?


পরী সেজে, লজ্জা ঢাকো-
         আলো নয়, অন্ধকারে থেকো!
মান অভিমান, বেনামী ঠুনকো,
সময় এসেছে জ্বলে ওঠো!


         ====================