মেঘে ঢাকা আকাশ বাবু, রাস্তা আমার ভেজা-
রোজ ঐ রাস্তা দিয়ে, আমি করি তোমার অপেক্ষা।
কেউ বলে, একটু দাঁড়া, কেউ বলে পিছনে তাকা!
আচ্ছা, কেন গো বাবু- ধরে না কেউ শুধুই হাতটা?


স্বজনের শব্দ কর্কশ, সুজনরা সবাই এখন বর্বর;
স্বস্তি শুধু তোমার ডাক,শুনি আমি বুকের ভিতর।
আর নেই গো বাবু দ্বন্দ্ব, এবার আমি এগিয়ে যাব,
আর নেই গো বাবু বন্ধন, নিমিষে তোমাকে পাব।
আর নেই গো বাবু দ্বিধা, মাটিতে মিশে বাঁচব;
আর নেই গো বাবু ধৈর্য, বিয়োগের আগুনে জ্বলব।


চারপাশ শুষ্ক ধূসর ধুলো ভরা মাঠ,
আমি জানি, এরাই দেবে আমাকে কাঠ!
স্বপ্ন জ্বালিয়ে হাড়,পাঁজরে গড়ে উঠেছে পাহাড়!
কেউ নয় গো আপন,ঢাকে না কেউ লজ্জা আমার।


বাবু, জানি তুমি ভুলে যাবে; সবাই যেমন আমাকে একটা নাম দিয়ে, দূরে গিয়ে ভুলে গিয়েছে!
জন্মের পিপাসা মেটাতে, সোহাগ করি নামগুলোকে!
কি বাবু, চিনতে পারলে না; ঐ যে এসেছিলে
আমাদের গ্রামে, মাদল, মহুয়ার নেশাতে-
ভুলে গেলে বুঝি ভোরে; যেমন সূর্য দাগী চাঁদকে যায় ভুলে, অপলকে!