ছুটছি উদ্বাস্তু হয়ে,এক আকাশ শূন্যতা-
ডাইনে, বাঁ'য়ে, আষাঢ় বৃষ্টি এক পশলা!
তোমাকে মনে পরে- মিষ্টি ঘ্রাণে, মাটি ভেজা।


               কবিতা কুড়িয়ে নিয়েছে,
          যা তোমার পায়ে দ'লে গিয়েছে।
         সাদা ফুল, পড়ে আছে দীর্ঘশ্বাসে!


ধুয়ে নিয়ে এসে সাজিয়েছি, পড়ার টেবিলে;
    যার পাশের জানালার বাইরে,দেখি
মেঘ আকাশকে জড়িয়ে আদর করছে।
        
          অনেক ভুলে যেতে করেছি চেষ্টা-
            ঐ যে তোমার চলে যাওয়া-
         আকাশের বুক, কালো মেঘে ঢাকা।


খসে পড়ে তারা, ভাবি আকাশ থেকে-
    স্বাতী,রোহিণী, কি বিরহ জ্বলে পুড়ে?
আমি চোখের তারা, তাই তো তুমি চলে গেলে।


             ছেড়ে গেলে যেদিন একা-
         ভূমিষ্ঠ হওয়া কাব্যরসে পড়েছে,
         কঠোর বাস্তবের  কালো যাবনিকা।


চলে গেলে, আর বলে গেলে না?
  বুক বেঁধেছি, শুধু বাকি এক বুক অপেক্ষা!
  আসবে জানি, তাই রাত ভোর জেগে থাকা!


             গানে, গল্পে, হাসি, কান্না
        জড়়িয়েছে শব্দ, ছন্দের খেলা!
     চলে যাবো বললেই,এবার যেতে দেব না।
==============================