খুঁজে বেড়িয়েছি ভালোবাসার পৃথিবী
    দুটো কালো চোখের বলয়ে
আর উষ্ণতার উৎস পেয়েছি
    দুটো ঠোঁটের আলতো ছোঁয়াতে।


চোখ দুটো আজ শুনলাম জ্বলছে
অনবরত জল পড়ছে
চোখের দোষ কী?
সারা রাত যে দুটো চোখ আমার স্বপ্নের বোঝা উঠিয়েছে,
স্বপ্ন গাঁথা রূপকথার মতো ছিল আমার, যা নিয়েছিলে চোখ দিয়ে শুষে।


হারিয়ে বেড়িয়েছিলাম দুজনে
পৃথিবীর সীমান্ত রেখা ধরে
চোখের বাইরের ভালোবাসা মাখানো শরতের আকাশে
যেখানে মেঘের দেশে খুঁজে পেয়েছিলাম সিন্ধুর আবেশ
বিন্দুতে জমে থাকা ঘামের মেঘে,,


দু ফোঁটা বিন্দুকে কপালে মেখে বলেছিলে
চিরসত্য তুমি, থেকো চোখের আলোতে,,
জন্ম আর মরণের ব্যবধানের পারে,,
একটি পুরো জীবন যে বাঁচবো নিশ্চিন্তে, চোখ আর ঠোঁটের ছোঁয়াতে,,,


সবাই দেখবে দুটো শরীরের মধ্যে থাকা একটি প্রাণকে বাঁচতে,,
ভালোবাসাতে বুঁদ থেকে
শোনাবে গল্প, কাহিনী আবেগ আর অনুভূতি জড়িয়ে,,,,


# বৈশালী


#############################
দিনাংক: 21/9/2016
স্থান: রাঁচী