অপরিচিতা কি সত্যিই ছিলাম আমি-
জানলায় উঁকি দিয়ে- রাতজাগা মুহূর্তের সাক্ষী।
সৃষ্টি চলে তোমার চোখের নেশায়- তাই হাতের ওম দিয়ে, হিমেল রাতকে উষ্ণতায় ভরিয়েছি।


গরমের দিনে ফুঁ দিয়ে- এক মুখ হাওয়ায় বৈশাখ, জৈষ্ঠের দাবদাহ থেকে বাঁচিয়ে, আঁচলের স্পর্শে কপালের ঘাম- বিন্দুকে পরিষ্কার করেছি।


শ্রাবণের বৃষ্টির ধারায়, যেদিন জানালা
খুলেছিলে তুমি-  
জলের বিন্দুর আবেগে, তোমার ঠোঁট চুয়ে দেখেছিলাম হাসি।


তারপর নীল তারা খসে কপালে পড়ে- চলে যাই, শব্দের দুই মেরুতে- তুমি আর আমি-
আজও বলবে কি-  "ছিলাম অপরিচিতা"- চেয়েছিলাম বল- বরং "অপরাজিতা আমি।"


=================================