--------------------------
স্বপ্নে উড়ে বেড়াতে চেয়েছি-
কতবার তোমার শহরের ছবিতে,
হাত বুলিয়ে নিজের প্রাণের উষ্ণতাতে,
তোমার বুকের স্পন্দন গুনেছি।


রাত্রিও কেটেছিল ঐ রাস্তার মোড়ে-
যার পাশে, পাঁচ আঙুল দিয়ে
আরো পাঁচটা জড়িয়ে- অনর্গল
কথা বলে হেঁটেছি!


জানতো- কথা বলতে বেশ ভালোবাসি;
সবাই বলে রাতকে কথার কোলে,
ঘুমের রাজ্যে নিয়ে যেতে পারি-
কথাররোলে সমুদ্রে আসে, রোজ রোজ সুনামি।


কিন্তু কেন জানি-
ভোরের আলোতে, মুহূর্তে চলে আসি
স্বপ্ন থেকে; যেখানে সবাই রাজা, সবাই রাণী।
সেখানে নেই - একবুক দুঃখ বেনামী!


শেষ বসন্ত, পূর্নিমায় ঝরে পড়ে কালো জলের বুকে-ঐ যে পাশ দিয়ে বয়ে
চলে, আমাদের ইচ্ছে নদী-
যত ব্যথা- স্বপ্নে চলার সুখে ভুলে থাকি।


পথের নির্জনতাকে জড়িয়ে এসো- দুজনে কালো রাতে, হারিয়ে ভোরের আলোর স্পর্শ খুঁজি !
আজও স্বপ্নে আসে, ঐ যে নীল আকাশ আর প্রথম সূর্যের আলোর জেল্লায় লাল হওয়া-


পাহাড়ের বুকে -
'তোমার, আমার একটি- স্বপ্ন জড়ানো, গান,গল্প,কবিতাতে সাজানো-
বারান্দা থাকা বাড়ি।'
=========================