সাজানো কাঠামো বাদামী, হাজির আগামী;
পথিকের দোষ, কি ভীষণ তাঁর রোষ।
বিচার হবে লাশ ভাসবে জলে-
বিশুদ্ধ জলেও শুনেছি প্রদীপ জ্বলে।


ব্যভিচারি হলে আলো নিভে যাবে-
ঘটি জলে ঈশ্বর অন্ধকারে ডুববে,
বিষদাঁত ফুটিয়ে সীমান্তের অধিকারি হাসবে-
ফিরে এসো রাতে, যে থাকো যেখানে।


বিষম ব্যথার উপশম, লাশের ঘরে হবে;
সাথে যেতে শুধু , সেই একজনকেই পাবে-
ভর্ৎসনা সহ্য করেও যে, পাহাড়কে
ভালোবাসাবে!

দাঁতের দম্ভ, সেদিনও রাতকে কাটবে-
আঘাত, যন্ত্রণায় বিষাক্ত মন হবে।
রঙ্গ দেখিয়ে, দামি ফুল জড়াবে;
জল নিংড়ে চোখে যমুনা নামাবে।


সব কিছু, যেমন ছিল তেমনি থাকবে,
টুকরো বেঁচে শেষ দেখাকে- জীবন বলে।
সুচ রোজ ফুটে, রক্তকে নীল করবে-
বাকি জাবর কাটার নিয়ম সাবলীল থাকবে।


=============================




======