নুলোর নৃত্য দেখার আনন্দ অবর্ণনীয়,
     দুটো পায়ে তাল, ছন্দ ধরে;
অনুগ্রহ দৃষ্টি নয়, মুগ্ধতা বাঞ্ছনীয়!


নিরলস উচ্ছ্বসিত ভাবভঙ্গি, নিরাভরণ মুখ-
  অনুপম প্রকাশ মুখের, চোখের চাহনিতে,
নিরহংকার শিল্পীর অজ্ঞাত, হারানো সুখ!


বর্জন করেছে, গর্জন তাল তরঙ্গে
ছন্দ, আনন্দ, সুর মূর্ছনা লহরী;
অক্ষমতা পরাজিত, যুদ্ধ ভাগ্যের সঙ্গে।


স্বয়ং জটাধর , স্তম্ভিত বিস্ময়ে-
  প্রশ্ন আজ তাঁর ত্রৈলোক্য ক্ষমতাতে!
দুঃসাহসিকতা ইচ্ছাশক্তির জয়,
                      দুর্ভাগ্যের পরাজয়ে।


==============≠=========