অভাগীর ভ্রান্ত পথ, তা তো হতেই পারে।
অভাগীর অবিশ্রান্ত চলা, তা তো হতেই পারে।
অভাগীর লড়াই আজীবন, তা তো হতেই পারে।


ব্যাপক সরল কেউ না,
অভাগী লিখছে, ইতিহাস অজানা;
কি, হতেই পারে, সবাই জানে-
লিখবে সে, কি হতে পারত না।


চালে, আকাশে মিল এতো-
তবুও আলাদা কেন হতে গেলে?
উদ্বাস্তু হয়ে,দুজনে কিছু
দুঃখ, শূন্য ছাড়া কি পেলে!


সবার জন্য সমান অধিকারের আকাশ-
একদিন কেন থেমে গেলো, মুক্ত বাতাস,
কিনলে কেন রক্তের বদলে ফুল, ঘাস!
চোখের আলো নিভিয়ে, সর্বস্বান্ত আজ!


গাঙে আসে বানের জোয়ার, কেন হবে সবাই
গোয়ার,
ধূলিময় শেষ কাজ কারবার।
শিশু পশু হল, এক জন্মেই হতে পারল সিংহ ?
অথচ খোলা মনে, শত বছরেও হলে না বিহঙ্গ।


তৈরি হয়েছে অভাগী আজও,
সব ভুলে কোল দিতে, যন্ত্রণাকে অভাগী খুব বোঝে, রাজি সব শুষে নিতে।