রংয়ের পরী রঙের পরী
কোথায় রং?সঙের পরী
পরী কোথায়?পরী না
ওমা এ যে জরিনা!

মাথাজুড়ে চুলের বেনু
বেনু কোথায়?ফুলের রেনু
হাতে যে তার ফুলের মালা
মালা কোথায়?ভাঙ্গাথালা!

গায়ে বুঝি বোরকা আঁটা
বোরকা কোথায়?ছেঁড়া-ফাটা
পুরনো ঝাঁপের সেমিকোট
কোট কোথায়?পেডিকোট!

দেখছি সবাই দেখছি ঠিকই
রাখনা ঘিরে চরতুর্দিকই
ঘরপালানো সেই জরিনা
সাহস করে হাত ধরিনা!