ওহে রাম,
         কি ব্যারাম?
                ডাক্তার, বদ্যি!
গাল ফুলো
         ঝেড়ে ফেলো
                নাক ভরা সর্দি।


আহ্লাদে গলাগলি,
          পাল্লা দে ঝগড়ায়।
ডিম খায় বাচ্চারা
          ভীম দেখে চমকায়।
রামায়নে ভীম নেই -
           ভীম থাকে হেঁসেলে,
ঝন্ ঝন্ ঠুং ঠাং
           কলতলে সকালে।


হাসি মুখ কাঁচু মাচুঁ
          অফিসেতে সে এলে।
তাকে তুমি চেনো না কি?
          চিনে নেবে ঘা খেলে।
ছোটো-বড়ো, মেজো-সেজো
          পুলিশের দারোগা
গোল ভুঁড়ি, টাঁক মাথা
           হাতে লাঠি, পা-রোগা।
ঝোলা কান, ফোলা গাল
           মালপোয়া সুখে খায়।
তার নাম মুখে নিলে
          রোগ-শোক ভুলে যায়।