মনের মাঝে যাহা ছিল দীপ্ত
অন্তরেতে যাহা ছিল অতৃপ্ত
একে একে সবই তার আজি পাবে ন্যায় বিচার।
সুদুর দেশ গড়িয়ে জনসীমা ছাড়িয়ে
সে দিয়েছে সারা, তাইতো এত তাড়া ।
করিবে বাঁধ লঙ্ঘন রঙ্গ হইবে মন অঙ্গন
শিক্ত হইবে শীতল ছোঁয়ায় পৌঁছবে প্রাপ্তির পদ গোড়ায়।
নির্বিচার আর হইবে না নিঃশ্বেষে কিছুই রইবে না
ভাগফল হইবে এক ভাগশেষ রবে শুন্য,
জীবন হইবে হতবাক কি মিলে কিসের জন্য।