মোর কাঞ্চার সুর মিলে দুর নীলে
ঐ পাখি উড়ে যায়
মোদের দেখে যায়
          আছি কেমন!
বলবে গিয়ে দুর পরবাসিরে
বাজাঁই কাঞ্চার বাঁশিরে...
   পাথর চুইয়া ঝর্ণা গড়ায়
   মুক্তার মত ফোটাঁ ফোঁটা
   জমে রয় পাথরের ফাঁকে ফাঁকে
   কলসি লইয়া কন্যা আসে
             পানির ও পরশে!
মোর ভাবনা যায় ঠেকিয়া
ঐ পাহাড়ের গায়,
ঝর্ণার মত ছুঁইয়া ছুঁইয়া
তাহারে পাইতে চায়।
হলুদ ফুল ফুইটা আছে
পাহাড়ের এক কোনে
ঐ ফুলের কত রসিক আছে
রঙ বাহারি বনে।
তুমি কোন কাননের কলি
তোমায় দেখে রাখে কোন বনমালি
আসে যদি কখনও রসিক অলি
          টানবে কি তারে সাদোরে?
পাহাড়ি পুস্পের বাহারি রূপচুরি
রসের রসিক আশিক প্রেম ধরি
রূপে-রসে আবেশে মরি মরি
        নিজেরে ধরে রাখি কি করে ?