কাল প্রিয়া বিয়ে

আজকে প্রিয়া গায়ে হলুদ
কালকে প্রিয়া বিয়ে
প্রিয়া আমারই ছেড়ে দিল
সময়ে  ব্যবধানে

প্রিয়া আমার অনেক খুশি
সেনাবাহিনীর জামাই পেয়ে

প্রিয়া আমারই বলে গেল
তোমার জীবন হবে অনেক সুখী
বিশ্বাস কর বিয়েতে ছিলাম না রাজি
আমি বলি, তোমার জন্য কি পারি এই বিয়েতে আমি

আর কখনো মনে করবে না আমাকে
তোমাকে ছেড়ে চলে যাবো, কোনো এক অচিনা দেশে

প্রিয়া আমার নেই তো, হয়ে গেছে অন্য কারো
আমি এখন সকলে মাঝে বেঁচে আছি  ছদ্মবেশ
মন টা গেছে মরে আমার
প্রিয়া কথা শুনে