মায়ের ভাষা, বোনের ভাষা
লক্ষ প্রাণের রক্তে গড়া
আমাদের এই বাংলা ভাষা।
মায়ের কোলে শাস্তি লাগে
মায়ের কোলেই সুখ।
এই ভাষাতেই গায় গান
কতই না বাউল
ধানের ক্ষেতে, পাটের ক্ষেতে
গায় গান কৃষকেতে।
এই ভাষাতে গান গাইলে
দোলা লাগে সবার প্রাণে।
শান্তির ভাষা, কষ্টে আনা
আমাদের এই বাংলা ভাষা।
গানের দেশ, প্রাণের দেশ
তৃপ্তির দেশ লাগে বেশ
আমাদের এই বাংলাদেশ।
বনের দেশ, নদীর দেশ
স্বপ্নের দেশ, স্বাধীন দেশ
আমাদের দেশ বাংলা ভাষার দেশ।
আমাদের এই বাংলাদেশ।