ঘন তিমির রজনী ,ঘুটঘুটে কারাবাস ,কাজলার আকাশ;
কাজলার কোলে নেই জীবন্ত কেহ,শূন্যের 'পরে শূণ্য, নেই বাতাস ।
বস্তুত দৃষ্টির সম্মুখে দিগন্ত বিস্তৃত এক কৃষ্ণনগর ;
ডানে দিগ দিগন্ত, বামেও দিগ দিগন্ত কালিমা প্রগাঢ়।
মাঝে মাঝে অদৃশ্য ল্যাম্প পোস্টে তারকা- খচিত আলো প্রজ্বলিত।  
যেন টিউব লাইট ক্ষণে ক্ষণে জ্বলে আর নেভে,
সটান দৃঢ় একনিষ্ঠ যুগ যুগান্তরের বর্ষীয়ান মৃত কর্মী ওরা ;
অজর অমর অক্ষয় অব্যয় .....
দিয়ে যায় ওরা কৃষ্ণনগরে টিমটিম আলোর প্রকাশ ।
মনে হয় আজ , রাতের আকাশ বহুকাল ধরে_
শায়িত, বাকরহিত মূর্ত,
কিন্তু শিরা উপশিরায় প্রাণ সঞ্চালিত ।
ঘুমিয়ে আছে, এই জাগতিক পৃথিবীর শিরোপরে ।
এক বিশাল নগরী এক অলৌকিক বন্ধনীর বন্ধনে _
জড়িত কোটি কোটি সৌর গ্রহ নক্ষত্র-পুঞ্জ ।
এই বন্ধনে বেষ্টিত পৃথিবীর মানব সভ্যতা ,
কীট কীটানু ,জড়ত্ব আর অমরত্ব ।
আমরা সবাই জীবিত কিংবা মৃত সেই বন্ধনে জড়িয়ে আছি ;
রাতের আকাশ, তোমাকে আমি তাই প্রাণাধিক ভালোবাসি ।


বাবুল আচার্যী   26/06/2017