গভীর নিকুঞ্জ বনে, করিনু গমন,
খুঁজিতে ফুলের মধু হৃদয় গহনে;
পাথুরে নদীর তীরে চলিনু হনন ।
জলের অমল স্বাদ ভাসিছে পবনে,
বিরূপ কুরূপ সব লইবে বরনে;
উদার নীলাভ রঙে যেমনে গগন।
মেলিল অখিল সুধা তৃষিত নয়নে,
টানিয়া লইলে বুকে মধূর জীবন ।


প্রেমের গভীর জলে ডুবুরি সাগরে,
অমুল্য রতন রাজি হীরক পান্নার ;
নাহিকো সন্তোষ লভে প্রতুল যাহার।
হৃদয়ে মাণিক্য ধরে চৈতন্য গভীরে।
খুঁজেছি বৃথা তারে গভীর কাননে;
নেই নি টানিয়া বুকে দরিদ্র স্বজনে ।


বাবুল আচার্যী  26/02/2017