পথের ঘাসের আদ্রতা শুকিয়ে যায় নিশির শেষে ;
রুক্ষ শুষ্ক চৌচির কলেবর ,
খসখসে মচমচে পরস্পর  ,
একে অপরের কাঁধে মুখ ঢেকে হাসে মলিন বেশে ।


শান্ত নদীর তটে সবুজ ঘাস অমলিন বারোমাস   ।
মোটা ডগা পুরু সজল চোখে,
দেখে দুর্বা দলে ভ্রুকুটি বেঁকে ;
অনাহারে প্রাণ যায় দেখে হাসে সবুজ বল্গা ঘাস ।


খাদির বস্ত্র বলে যুগ যুগান্তরে ' আমি হলাম পর
আমার প্রতি তোর এত অভিমান ,
ক্ষয়ে গেছে দিবস শেষে স্বসম্মান;
কোট প্যান্ট শার্ট পড়ে ভাঙলে আমার সুখের ঘর ।


আমার নয়ন জলে ডোবে কুটিরের কুপিটির আঁচে,
সন্ধ্যা নেমে এল যখন সন্ধ্যার গাঁয়ে,
সে জামা পড়ায় সকল সন্ধ্যার পায়ে,
কে তুমি প্রহ্লাদ,  করি এটুকু আহ্লাদ.....
দাও না আলো এনে যেন সে আলোক বন্যায় ভাসে ।


বাবুল আচার্যী    12/02/2017