রাতের পর দিন, দিনের পর রাত ,
এমনি করেই পেল সময় অপঘাত !
এমনি করেই ঝড়ে যায় তার একটি করে বসন্ত ,
সুখ দুঃখ ভরের সব আগোছালো দিন - দিনান্ত।
বেহিসাবী খাতার পাতায় আছে কিছু জটিল অঙ্ক,
তোমার গোধূলি বেলার ফেলে আসা ছাপ... পদাঙ্ক।
সে সব আজ মলিন মেঘ থেকে চুঁইয়ে পড়া জল ,
ঝরে পড়ে একাধারে, বরষার বারিধারে অনর্গল ।
খাল বিল নদী ভরে গিয়ে, উপচে পড়ে কপোলে,
নিঃশব্দে কার, বিতান গড়ে,গড়িয়ে পড়ে ভূতলে ।


ধুসর কাঁচের শার্সির গায়ে, লেগে আছে কত দাগ,
সেগুলো আর কিছু নয়, মৌনমূখরের রুদ্র প্রয়াগ।
রাতের নিগূঢ় অন্ধকারেও ছলছল প্রবাহিত হয়,
মৃত পৃথিবীর রুদ্ধ দুয়ার ভেদ করে ,শব সে নয়।
প্রশ্বাস বাষ্প জমে গিয়ে হিমবাহ স্রোত শ্রাব হয়,  
দমকা হাওয়ার মতো উড়ে আসে,এমন সে নয়
এ যে কোটি কোটি কোষিকার মধুমাখা নির্যাস ;
নিশ্বাস প্রশ্বাস বাষ্পে নির্গত হয়ে করে হাহুতাশ ।
কাঁচের দাগ গুলো হাজার প্রশ্ন করে,ঢিল ছোঁড়ে ;
বিনা মেঘে বজ্রপাতে র মত হৃদয়ে আগুন ঝড়ে ।