এক দুর্বোধ্য জটিল কুমতি আছে মনের গভীরে,
যতই করি তারে আকুতি মিনতি,
স্নেহ ভালোবাসা আরো দিয়ে প্রীতি,
দিবস কালিমা হল একি অধোগতি,
মন যেতে চায় সুমেরুতে কুমতি চলে সন্ধ্যাতীরে ।


কেহ নাহি জানে কেন মূর্ছিত হয় জীবনের আশা ।
আপন মনের মাঝে আপন সে নহে,
পুবে ল দিশার বায়ু পশ্চিমে কেন বহে;
নদীর তলের বালি তটে এসে কহে,
আমায় ছেড়ে দিয়ে চলার সাথী ভেঙ্গে দিল বাসা ।


সকল কাজের সঙ্গিনী থাকে যদিও মোর সকাশে ।
তবু ছায়া ঘেরা আঁধারে পথ চলা,
মনের দোসর যায় না তাকে বলা,
পালিয়ে বেড়ায়, সে যে পথভোলা,
আমি তীরে বসে আছি নীরবে, সেও আছে পাশে ।


ব্যাকুল জল আছড়ে পড়ে কুলে, খুঁজে সন্ধানী তীর,
মাঝ দরিয়া হতে কেউ ডাকে কাছে,
ভাটার জল তাই ঘুরে ফিরে পাছে;
শক্তি সঞ্চার করে পুনঃ তীরে আসে,
এ কেমন খেলা হয়ে যায় অবেলা, মন চুরমার গম্ভীর ।


বাবুল আচার্যী   09/08/2016