মা ভারতী , করি আরতি,অঙ্গে অঙ্গে ছিল তোর স্বর্নে ভরণী,
সোনামুখী মা তুই ছিলি, কচি কাঁচা  সবুজের দ্বীপ-বাসিনী ।
পুবে উত্তরে দশানন সম বাহুবলী গিরিরাজ হিমালয় স্থিত,
আপেলের বাগে ঝর বয় তবু কাশ্মীর ললাটে চন্দন-সুগন্ধিত ।
দক্ষিণে কোমল পাদদেশে বয় নীলাভ জলের স্রোতধারা,
পদ্মনাভি মন্দিরে শুনি ঘন্টার ধ্বনি, ভাসে পদ্ম মন- কাড়া ।
পুবে রে দিয়ে অঙ্গদান তার জুড়ি মেলা ভার হল বাংলাদেশ ;
জাতির প্রীতিভোজে দিয়ে পাকিস্তান আজ হলে তুমি নিঃশেষ ।
জাতির পদাঙ্কে অঙ্কনের দেশে ফোটে গন্ধহীন চিতে র  ফুল,
এদেশে বর্ণে বর্ণে কত ফুল ফোটে মিলে মিশে হয় চরনের ধুল ।


বাবুল আচার্যী  13/04/2016