চেয়ে থাকি বিস্ময়ে  আঁখি পেতে অম্বরের উদলা গায় ,
যেন কত শত বেলি,যুথী,ফুটেছে নীল নদের আঙিনায়।
আমার বাগিচায় নীল গোলাপ, ঝড়ে যায় কাল ঝড়ে,
মানবের মননের ফল, কতকাল ফুল রাখে তাকে ধরে ।
কার কথার বাণে ,আজ মোম সম মনে তীর বিঁধে যায় ,
দাবানলে যেন বনানী পুরেছে, ধোঁয়া উড়ে লতিকায়।
সবুজ শাখায় মনের মেলায় বিহগেরা করেনা বিহার ,
সবুজ পাতা হারাল তার রঙ, লালসার হল শিকার ।
পরান খুলে গান গাক না পাখিটা, উড়ে যাক না বনে ?
সৃষ্টির মধু খুঁজে পাক না সে, জীবনের গানে, সকলের মনে ।
যে রচে মন অমৃত সুধা ভরে, দিওনা আঘাত তুমি নিজ করে,
হৃদয় বেড়াবে বয়ে , সেই পশ্চাতাপের জ্বালা অনন্তকাল ধরে ।


বাবুল আচার্যী  25/03/2016