ছন্দ  ! তুমি সুগন্ধিত বন্দিত নন্দিত জীবন বন্ধনে;
তোমাতে হারাই কুসুমে মুকুলে গিরি নন্দন কাননে ।
সুন্দরী , তুমি কণে বরনে য়  মনের তৃষিত অধ্যায় ;
তারার আলোয় খুঁজি সে মুখ শ্যামলীর এ সন্ধ্যায়।
চেয়ে থাকি অবারিত দ্বার খুলে আসবে সে দুয়ারে;
ভৈরবীর গানে প্রভাত সমীরণে লেখনীতে আছড়ে।
দৃর গগনে মেলে নয়নে দেখি চপলার কেশ বিন্যাস;
কাজলার আঁখি নিয়ে চলেনা সে নেই তার অভ্যাস।
তবু কত যে মন হারায় নীলাম্বরী র নীলকণ্ঠ কমলে;
অর্ঘ্য অর্পণ করেছে কত শত নমস্য সেই বেদীমূলে।
চেয়ে রই চমকে গমকে যদি আসে সে নিক্বণ ছন্দে ;
সেই তালে মিশে যাবে কবিতা আমার মনেরি রন্ধ্রে ।


বাবুল আচার্যী   01/12/2017