দিবার সাথী হয়ে আমি চলি ,
আলোর কণিকা তোমার মুখে পরুক;
বৃষ্টির ভাষা প্রাণে অঝরে ঝরুক,
আলো আর বৃষ্টিতে তুমি ভিজে যাও-
সে সব কথাই আমি বলি  ।


সবুজ পাতায় চোখ রেখে চলি,
সবুজ গড়ার কৃষ্টিতে কেমন তার ঝোঁক !
কুঁরি থেকে দেখছি যত ক্লেশ ই তার হোক ;
সবুজের ছোঁয়ায় নবীনে নবীন হবে তুমি -
সে সব কথাই আমি বলি ।


গাঁয়ের মেটো পথ ধরে আমি চলি?
চারিধারে কাদা,জল আর ঘন সবুজের বন ;
ফুরফুরে বাতাস উড়িয়ে নিয়ে যায় কিছু ক্ষণ।
মাটি আর জলে জীবনের সঞ্জীবণী হবে তুমি ;
সে সব কথাই আমি বলি ।


নিশির হাত ধরেও যে আমি চলি...
তুমি কত শান্ত ও মধূর তোমার আবেশ !
এখানে নেই দিবসের হিংসা ক্লান্তির পরিবেশ ।
নিশির সরল ভাষা বুঝে নাও তুমি;
এই সব কথাই আমি বলে চলি ও চলে বলি ।


বাবুল আচার্যী   25/07/2020