দিবস নিশি আমার হিয়া গাঁয়ের পানে ধায়
কতদিন জুড়ায়না প্রাণ বটবৃক্ষের ছায়।
না দেখে প্রাণ জুড়ায়না মোর গাঁয়ের শ্যামল শোভা
কতদিন দেখিনা হায় রঙীন রবির প্রভা।
সাঁঝের বেলা রাঙা গোধূলি দেখিনা আঁখি মেলে
হাহাকার করে তনু মোর নাহিতে পুকুর জলে।
আমার অবুঝ প্রাণে শ্যামল শোভা সতত করে খেলা
রোদেগরমে জুড়াইত তনু বটবৃক্ষের তলা।তালপুকুরে রোজ দুপুরে নাহিয়া তপ্ত তনু
পুলক পাইত হাম্বা রবে মোদের জোড়া ধেণু।
আমার আকুল আঁখি খুঁজে বেড়ায় বাবুই পাখির বাসা
ঝড়,বাদলোদ সেই ঘরে পাখি  করে যাওয়া আসা।দেখিনা আমি পুঁই মাচান আর কচি কুমড়ো, লাউ
কত দিন খাইনা যেন মজার খিঁচুড়ি আর যাউ।
কতদিন খাইনা যেন পান্তা ভাত আর মরিচ, পেঁয়াজ
সন্ধ্যাবেলা শুনিনা হায় ঝিঁঝিঁ পোকার আওয়াজ।
কতদিন হায় দেখিনা এসব নয়ন দুটি মেলে
ভুলেই গেছি শহরে থেকে আমি গাঁয়ের ছেলে।রচনাকাল :১৩ আষাঢ় ১৪২৪ বঙাব্দসকাল:১০:০০ ঘটিকা।নারায়ণগঞ্জ :ফতুল্লা