পুঞ্জ পাপের কুঞ্জ সাজায়ে
(রনি ই রানী)


পুঞ্জ পাপের কুঞ্জ সাজায়ে
কায় মনে করিছো খেলা।
প্রাণের পতির করিছো ক্ষতি
পুত প্রীতির বন্ধন ভুলে বেলা অবেলা।
তব অঙ্গের রঙ্গ লীলায়
ভুলায়ে অন্য নিরীহ প্রাণ।
অবনী পরে আপনার ঘরে
করিছো আপন পতির অপমান।
আপনার ঘরে ভর দুপুরে
অন্যের সাথে করিয়া রতি ক্রিয়া।
কেমনে হে রাখিছো অটুট
তোমার পবিত্র বিয়া?
আপন পতি ব্যস্ত বলে
রুটিরুজির কাজে বাহিরে ।
কেমনে নারী কাটাইলা সময়
অন্যের নগ্ন বাহু ডোরে?
পলে পলে পুলক পেয়েছো
ভরেছে তব পাষাণ প্রাণ।
পুঞ্জ পাপের পশরা সাজায়ে
শান্তির করিছো অবসান।
তব বাজখাঁই গলা
বাড়ায় জ্বালা তব পতির নিরীহ প্রাণে।
আপনার স্বামী নয় কো দামি
যে তোরে পূত ও সতী বলে জানে।
তুমি কী নারী নাকি গণিকা
তোমারে কে জিঙ্গাসিবে?
কৃত পাপের হিসাব নিকাশ
আপনারে জানি দিতে হবে।



রচনাকাল: ১২ মার্চ ২০১৭ ইং
রাত : ১০:০০ ঘটিকা।