মরণ যদি আসে দ্বারে
(রনি ই রানী)


মরণ যদি আসে দ্বারে ভয় করিস কেন ওরে
মৃত্যু রে যে ভালবাসে মৃত্যুঞ্জয়ী হয় সে অবনী পরে।
মরনেরে বরণীয়া আসে অনন্ত আশা জাগানিয়া
জীবনপ্রাতে মরনের ঘনঘটায় শক্ত রাখিস  আপন হিয়া।
আঁখিজলে নয় মরনের ভয়
মরন কে করিতে হবে জয়।
সতত পূত সত্য যদি গাহে তব চিত্ত
জীবনপথে মরণকাঠি দেখাবে আলো নিত্য।
ওগো মরনকে নয়, কর হে ভয়
আপনার তনু কোষ প্রাচীরে যে লুকিয়ে রয়।
জীবনের চেয়ে মরণের স্বাদ আসিবে ধরায় যার।
মরণ তারে খুলে দেবে অনন্ত শান্তির দ্বার।
জীবনপ্রবাহে মরণের দ্বার যদি যায় রে খুলে
এই অবনীর আলোক, আকাশ যাবে সে নিমিষে ভুলে।
ক্ষণিকের এ খোলস ছেড়ে
যেতে হয় দুরে বহু দুরে।
সমাধির পরে দূর্বাদলে
স্মৃতি চিহ্ন যাই ফেলে।
মরণের স্বাদে জীবনের বিষাদ ওতো কিছু নয়
জীবন নশ্বর মরণ অবিনশ্বর
সতত মনে রাখিতে হয়।
জীবন শুরু ধরার বুকে মরণের সিঁড়ি বেয়ে
জীবনের সাথে পৃথিবীর পথে আসিবে মরণ ধেয়ে।
পুলক পাবে পলকে পলকে
ভূলোক ছেড়ে দূলোকে।
মরণ ছাড়া কেমন যাবি
ভূলোক থেকে ঐ স্বর্গলোকে?


রচনাকাল :১০ ফাল্গুন ১৪২৩ বঙাব্দ