লাথি মেরে ভেঙে ফেল
(রনি ই রানী)



নশ্বর এ বিশ্বে নিঃশ্বাসে বিশ্বাসে
সর্বহারা হানরে আঘাত পুঁজিবাদে অপার সোল্লাসে।
যুগল নয়নে অনন্ত অনল নিয়া
ছারখার করে দে পুঁজিবাদের দুনিয়া।
সাম্যবাদে সোচ্চার হয়ে উচ্চার আজি সাম্যবাদ
পুঁজিবাদ নিপাত যাক সাম্যবাদ জিন্দাবাদ।
তোলরে তুফান খোলরে অগ্নি আঁখি
আয় ভন্ডদের দন্ড দিয়ে পিঞ্জরে পুড়ে রাখি।
ভুবন ভরা জাগল সারা
পুঁজিপতির কাঁপল ধরা।
সাম্যবাদের প্রভঞ্জণে ভাঙবে পুঁজিবাদ
লক্ষ্য থাক বক্ষ মাঝে হানবি রে আঘাত।
নিবিড় তিমির পেরিয়ে আজি
সতত তোরা ধরবি বাজি।
দম থাকিতে ধরার মাঝে মানবি নাকো হার
লাথি মেরে ভেঙে ফেল পুঁজিপতির ঘাড়।
গাছতলাতে থাকিসনে আর দখল কর সাত তলা
চিরতরে চৌচির কর পুঁজিপতির রঙ্গশালা।



রচনাকাল :৮ মাঘ ১৪২৩ বঙাব্দ
রাত:৯:০০ ঘটিকা।