আরেকটা আরতি
(রনি ই রানী)


আমার পরম বন্ধু তুমি
চরম দুঃখের দিনে।
শত আশার ফোটাও ফুলদল
আমার মনের বনে।
অবনী পরে তোমার তরে
আশার প্রাসাদ গড়ি।
চরম খরায় নশ্বর ধরায়
তুমি শান্তির শ্রাবণ বারি।
আমারে তুমি করেছো করুনা
পরম প্রাপ্তি তাই এ জীবনে।
আমার সকরুণ আঁখি করে ছলছল
পরম পুলকে পলে পলে নিখিল ভুবনে।
করেছো দান দৃঢ় বন্ধণ
এহেন কোমল অন্তরে।
সতত সৎপথে  চলি নিত্য সত্য বলি
তোমার শেখানে অমর মন্ত্ররে।
যবে ছিলেম আমি চরম শ্রান্ত
তুমি করেছো শ্রান্তি দুর।
মহীয়ান তুমি, গরীয়ান তুমি
করিছো বসবাস আমার হৃদয়পুর।
তোমারে চেনাতে সামনে পশ্চাতে
দেখাও গো সতত সৎ পথ।
চরম আঁধারে অবনী পরে
আমার তরে পরম আদরে অসুর করিছো বধ।
আমি বিন্দু সম ইনসান
তুমি করছো মোরে ইনসাফ দান।
তুমি আশা, ভরসা এ দীনহীনে
তুমি প্রভু, রহিম, রহমান।
আমি মুগ্ধ তুমি মাতৃ দুগ্ধ
করেছিলে গো দান।
জীবন চলার পথে আছো গো সাথে
অসার অসুর করেছো অবসান।
আরেকটা আরতি আমার তোমার প্রতি
পঁচা পুঁজিবাদ করে নাশ।
সর্বহারা আজি দিশেহারা
ওরা বানায়েছে মোদের দাস।


রচনাকাল :৬ মাঘ ১৪২৩ বঙাব্দ
পাথারিয়া,দিরাই,সুনামগঞ্জ।
সকাল:৬:৪০ ঘটিকা।