হাওড় হাওয়ায় উঠল দুলে
কাননের ঐ কুসুমগুলি।
উঠল মেতে পুলক পেতে
হাসল আজি প্রাণ খুলি।
করেছিল পণ করবে রণ।
পেতে সাফল্যের সিংহাসন।
আপনার হাতে দিনে রাতে
সৃষ্টি করবে আলোড়ন।
কচিকাঁচা কুসুমগুলি ভাই
রেখেছে ওদের কথা।
ওদের লয়ে আপনার আলয়ে
লিখেছে কবি কতই গাঁথা।
শিরে ওদের শোভা বাড়ায়
সাফল্যের সম্মুউজ্জল তাজ।
গাঁয়ের মাঝে দারুণ সুখের
জাগল সাড়া আজ।
আনল সুখের জোয়ার ওরা
গাঁয়ের নতুন পাঠশালে।
মুখের হাসি দ্বিগুণ ফোটে
নিন্দুকেরেও আড়ালে।
অখ্যাত কবির কবিতায়
আজি পেয়েছে ওরা ঠাঁই।
সফল হোক সবার জীবন
এ কামনা তাই।


রচনাকাল :১৫ পৌষ ১৪২৩ বঙাব্দ


পটভূমি :আমার বিদ্যালয়ের জে,এস,সি পরীক্ষার্থীদের সফলতায় লেখা এ কবিতা।২০১৬ সালের পরীক্ষার্থী দের উৎস্বর্গ করলাম।