আমি কাল কেউটে
(রনি ই রানী)


আমি কাল কেউটে ধরি ঝাঁপটে
পুঁজিবাদের পশমী পা।
আমি বিষদাঁত দেই বসায়ে
আমি নিমিষে ছড়াই ঘা।
আমি বিষ ঢেলে চোখের পলকে
আমি হিসহিস করে চলি।
আমি কালফনী, আমি রনি ই রানী
আমি বিষে করি নীল পুঁজিবাদের পিত্তথলি।
আমি নিশীথে প্রভাতে সাম্যবাদের সভাতে
ফনা তুলে দেই পাহারা।
আমি আপনার চেয়ে ভালবাসি
এ  ধরায় যারা সর্বহারা।
আমি সাম্যের সর্প
চুরমার করি দর্প
পায়ে দলে যাই পঁচা পুঁজিবাদ।
আমি ভেঙে ফেলি পুঁজিবাদের পিঞ্জর
ওর গলায় চালাই ধারালো খঞ্জর
আমি হরদম গাহি সাম্যবাদ।
ওরে পুঁজিবাদের ভন্ড ওঝা
আমি দংশনে তোকে করব সোজা
আমি তোদের করছি হুঁশিয়ার
আমি সাম্যের সর্প চাই আমাদের অধিকার।
ফিরবি যখন নেচে গেয়ে নিবিড় নিশায় মাতাল হয়ে
নগ্ন নৃত্যের নগ্ন নেশায় মারব তোদের দেয়াল বেয়ে।


রচনাকাল :৭ পৌষ ১৪২৩ বঙাব্দ
রাত:৮:৩৫ ঘটিকা।