আমি জংলি ঝুমকো
(রনি ই রানী)


আমি জংলি ঝুমকো
দানব মানব আমায় করেছে গ্রাস
আমি দরি,গিরি,পর্বতে
লোক লোচনের আড়ালে বাস করি বারোমাস।
আমি জংলি লতা
বনে বাদাড়ে বেড়ে উঠি।
সবুজ পাতার আড়াল দিয়ে পাহাড় ঢালে আপন মনে ফুটি।
আমি বনবাসী উদাসী পথিকের ভালবাসা শুধু পাই
তবে অধুনা এ মানব দানব
আমারে করেছে ছাই।
আমি আরোহী লতা শ্যামল পাতা
বাঁচিবার অধিকার চাই।
মানব হয়ে দানব গিরি
কেমনে কর গো ভাই?



পটভূমি : প্রথম আলো পত্রিকায় জংলি ঝুমকো পড়ে রচিত এ কবিতা।মুলত প্রকৃতি আজ ধ্বংসের মুখে মানুষের কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য।
বাঁচার আকুতি সবার আছে।


রচনাকাল :২৬ অগ্রহায়ণ ১৪২৩ বঙাব্দ
১২:০০ ঘটিকা।
দত্ত গ্রাম মাধ্যমিক বিদ্যালয়।