কেন গো কবি বিষাদে ভরা কন্ঠ
(রনি ই রানী)
(কবি এ কে দাস মৃদুল কে উৎস্বর্গ)



কেন গো কবি বিষাদে ভরা কন্ঠ তোমার
তবে কি রঙীন স্বপন কেউ করেছে চুরমার?
কেন আজি কণ্ঠ কাঁপা কাঁপা
বুকে আছে বুঝি বিরহানল চাঁপা।
কেন ফাগুন বেলায় আগুন তব চোখে
কেন বিদগ্ধ তব প্রাণ বিষন্ন ভরে আছে মুখে?
কেন আছি মসি হাতে ফাঁসি দিতে চাও প্রিয়া কোরবান
তবে কি ভাঙা বুকে চরম হরষে হেনেছে বিষাণ?
কেন তোমার অন্তরে কোন মন্ত্রণায় ঝড় উঠেছে আজ
কেন পাষানের মতো পড়িয়া শিরে নিঠুর একটা তাজ?
কবি তুমি নীরব কেন জবাব দাও মোরে
কেন গো কাঁদো তুমি নিতি নিশি ভোরে?
ওগো কবি কি ছিল তোমার কী হারিয়েছো তুমি
স্থির হও আপনারে ভুলে যাও ধৈর্য্যের ফসল বপন কর তোমার ঐ হৃদয় ভূমি।


রচনাকাল:১৪২৩ বঙাব্দ
পাথারিয়া,দিরাই,সুনামগঞ্জ।
২০ অগ্রহায়ণ,৪ ডিসেম্বর ২০১৬ইং