হেরিলে মায়ের মুখ
(রনি ই রানী)



মায়ের আঁচল তলে
ও হায়  কত শান্তি মেলে।
নাহি পাবে এই না ভবে
অন্য কোথাও গেলে।
নয়নের জল করে ছলছল
সন্তান পীড়িত হলে।
জননী হায় ধরণী সবার
দেখ কোরআন, পুরাণ খুলে।
চিত্ত নিত্য রহে ব্রত
এ ধরায় সন্তানের তরে।
ও শান্তির গেহ দেখেনি কেহ
আঁখি মেলে এ সংসারে।
পলকে পলকে পুলক পাবি
হেরিলে মায়ের মুখ।
এ সংসারে মায়ের তরে
পেয়েছি মোরা অনন্ত সুখ।


রচনাকাল :বৈশাখ ১৪২৪ বঙাব্দ
সকাল :৭:০০ ঘটিকা।
ফতুল্লা, নারায়নগঞ্জ।