এবার শ্রাবণ ঢল এনেছে আঁখি জল
পায়নি পরিত্রাণ ফুল,ফসল আর ফল।
অকাল শ্রাবণ প্লাবন, বন্যা
ঘরে ঘরে হাহাকার, এনেছে কান্না।
কত শব গেল ভাসি কেড়ে নিল হাসি
আজিকার নভোতলে মোরা বানভাসি।
বসনভূষণ জলের গলে
মোরা ভাসি আঁখিজলে।
কে আসবে নিয়ে একটুখানি ত্রাণ
বুবুক্ষ মোরা ধরার বুকে চাহি পরিত্রাণ।
কতদিন জোটেনা আহার নীলাকাশের নিচে
কেউবা এলে কিছু নিয়ে ছুটছি পিছে পিছে।
ধরণী আজ ধন্য হয়েছে দিয়েছে শ্রাবণ ঢল
বুঝেছি এসব মানুষেরই কৃতকর্মের ফল।